মনে পড়ে সেই- বৌচি খেলার মাঠ
কানামাছি ভোঁ ভোঁ খেলার সাথীদের হাট।
মনে পড়ে সেই স্কুল ড্রেস, ছুটির ঘন্টা আনচান প্রাণ
টিচারের পদ শব্দ, গোধুলি বিকেল আর ঘাস ফুল ঘ্রাণ।
মনে পড়ে সেই হকারের ডাক, বেসুরে গেয়ে চলা
পাখিদের কলকাকলি নানীবুড়ির অদ্ভুত কথা বলা।
মনে পড়ে সেই কাগজের নৌকা আর
পুতুল বিয়ে খেলা খুঁজে ফিরি তাই
হারান শৈশব, আমার শিশুবেলা।
*
লেখক: কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী
Development by: webnewsdesign.com