বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বপালনকারী সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার চুক্তির মেয়াদ আরও এক বছর বেড়েছে।
মঙ্গলবার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আগামী ১ নভেম্বর বা যোগাদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০১৫ সালের ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদমর্যাদায় চুক্তিতে তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোশাররাফ হোসাইন।
অর্থকাল /এসএ/খান
Development by: webnewsdesign.com