ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে চার হাজার দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮২ হাজার ৭২৪ জনে।
এদিকে করোনায় আরো ১২৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬০১ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।
সূত্র জানায়, দেশটির ৩৪টি প্রদেশের সবখানেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানী জাকার্তায় সংক্রমণ সবচেয়ে বেশি।
Development by: webnewsdesign.com