অর্থকাল ডেস্ক : এম. এল. ডাইং লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিএসইসির ৬৪৪তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
জানা যায়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকজ্বা ক্রয় ও স্থাপন এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী পূনঃমূল্যায়ন ছাড়াই কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৭১ টাকা। এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ভারতি গড় হারে হয়েছে ২.৩৫ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটি কোন সম্পদ পূন:মূল্যায়ন করেনি। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।
অর্থকাল /এসএ/খান
Development by: webnewsdesign.com