কঙ্গোতে জুগু স্বর্ণখনিতে সশস্ত্র আক্রমণে ৩৫ জন নিহত হয়েছে। নিহতদের মাঝে রয়েছে ৪ মাসের শিশুও।
জুগু স্বর্ণখনিতে সশস্ত্র আক্রমণ নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এ আক্রমণে খনি থেকে ২৯ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আর বাকি ৬ জনকে পুড়িয়ে মারা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এখনো অনেকেই নিখোঁজ আছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের হত্যা করে খনি থেকে খাদে ফেলে দেয়া হয়েছে।
স্বর্ণখনিটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সময়মত নিরাপত্তা বাহিনীর সাহায্য পাওয়া যায়নি। এই ঘটনায় কোডেকো বিদ্রোহী গ্রুপকে দায়ী করেছে কঙ্গো সরকার।
Development by: webnewsdesign.com