আজ বুধবার ভোরে গাজীপুর চা বাগানের জুড়ি অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয় । জুড়ি থানা পুলিশ ও অন্যান্য সুত্রে জানা যায় ফুলতলা থেকে ঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় শামীম ও অন্য একজন সাগরনাল – ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া ফিরছিলেন। পথিমধ্যে উন্মাদ হাতির আক্রমনের শিকার হন। সাথের জন পালিয়ে আসতে পারলেও সকালে শামীমের লাশ পাওয়া গেলে পুলিশ লাশ উদ্ধার করেছে। কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীম হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের অবসরপ্রাপ্ত চাকুরীজীবি আমজদ আলীর একমাত্র পুত্র। তারা কুলাউড়া উপজেলা সদরে বাসা করে স্থায়ী বসবাস করতেন। মা বাবা স্ত্রী দুই বোন একমাত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে শামীম না ফেরার দেশে চলে গেছেন।
Development by: webnewsdesign.com