আমি গাইবো না আর তোমার কোন গান
যতো দিন থাকবে এ দেহে প্রান ।
যতই করুক এ মন আমার আনচান
ভাসিয়ে যাক মনের শ্বশান ।
নিভে যাক সন্ধ্যা বাতি
ছিঁড়ে যাক জীবনের স্বপ্ন সাথী ।
আর ফিরে চাইব না তোমার পানে
কতো ভালোবাসি পরাণটা জানে ।
চলে যাবে যদি প্রেম থেকে
ভালোবাসা দিলে কেনো পরাণে মেখে ?
আঁকবো না আর কোন তোমার ছবি
লিখবো প্রেম, হবো বিশ্ব কবি ।
প্রতিটা শ্রাবণে ভিজবে প্রেমের ফুল
ভেসে যাবে প্রেম হতে প্রেমের কূল ।
যাও সাথী দূর অজানায় ,
বসন্ত এসে কষ্ট দিবে, ভমর ও জানায় ।
গাইবো বারেবার তোমার গান
অনেক ভালোবাসি শোন আমার জান !
২৭/৫/১৮
Development by: webnewsdesign.com