রবিবার, ২৭ মে ২০১৮ |
৯:১১ পূর্বাহ্ণ | 828 বার
তুইকি এখন বিজি আছিস
আকলিমাকে নিয়ে?
ভাল থাকিস,সুখে থাকিস
আমায় কষ্ট দিয়ে।
ভুলতে তোকে পারছিনা যে
সকাল বিকাল রাতে,
সুযোগ পেলেই সামনে আসিস
মিথ্যা অজুহাতে।
কোনটা যে তোর ভালোবাসা
কোনটা যে তোর ছল,
মনটা খুলে খোদার কসম
সত্যিটা তুই বল।
লোক দেখানো ভালোবাসা
মনে বাড়ায় জ্বালা,
কষ্ট পেয়ে মনের ঘরে
দিয়ে এলেম তালা।