ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করে নিজের সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। পাশাপাশি বল হাতে পারফর্ম করে নিজের অল-রাউন্ডার তকমার যথার্থতা প্রমাণ করে যাচ্ছেন এই তরুণ। চট্টগ্রাম টেস্ট যেন হয়ে উঠেছে মেহেদি হাসানা মিরাজের ম্যাচ।
প্রথম ইনিংসে ১৬৮ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। এটা ছিল তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮ নম্বরে নেমে সেঞ্চুরি করে বেশ কিছু রেকর্ডও গড়েন তিনি। এরপর ক্যারিবীয়দের প্রথম ইনিংসে দেখান বল হাতে ঘূর্ণিজাদু। ২৬ ওভার বল করে মাত্র ৫৮ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। মিরাজের ঘূর্ণির জবাব ছিল না ক্যারিবীয়দের কাছে।
আজ ক্যারিবীয়রা যখন বিশাল টার্গেট তাড়ায় নেমেছে, তখন আবারও বল হাতে ঝড় তুলেছেন মিরাজ। চতুর্থ দিনে উইন্ডিজের যে ৩টি উইকেট পড়েছে, তার সবগুলোই গেছে মিরাজের ঝুলিতে। ১৬ ওভার বল করে রান দিয়েছেন ৫২। তার প্রথম শিকার ওপেনার জন ক্যাম্পবেল (২৩)। দলীয় ৩৯ রানে অতিথিদের প্রথম উইকেটের পতন হয়। এরপর মিরাজ তুলে নেন আরেক ওপেনার ক্রেইগ ব্রাফেট (২০) আর মোজলিকে (১২)।
Development by: webnewsdesign.com