দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১৪ জুন পর্যন্ত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জান যায়, জনতা ইন্স্যুরেন্স কোম্পানির অর্থবছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে বা ৩০ এপ্রিলের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে হয়। তবে এবার ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়িয়ে তা ১৪ জুন করা হয়েছে।
অর্থকাল /এসএ/খান
Development by: webnewsdesign.com