কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিতের পর নিউজিল্যান্ডের পক্ষ থেকে এসেছে সুখবর। টাইগারদের কিউই সফরের জন্য সূচি চূড়ান্ত করা হয়েছে।
বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী বছরের মার্চে বাংলাদেশের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে। তার আগেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে দেশটিতে ভ্রমণ করবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও তা কবে নাগাদ সম্পন্ন হবে তা এখনো নিশ্চিত নয়। তাই ধরে নেয়া যায় নিউজিল্যান্ড সফর দিয়েই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবে লাল-সবুজের দল। এমনটি হলে তামিম-সাকিবদের আন্তর্জাতিক ম্যাচ খেলতে আরও ৫ মাসেরও বেশি সময় অপেক্ষা করা লাগতে পারে।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য জানিয়ে রেখেছেন, টাইগাররা ঘরোয়া ক্রিকেটে দ্রুতই ফিরতে যাচ্ছে। তাই তাসমান সাগরের দেশ নিউজিল্যান্ডে পাড়ি দেয়ার আগে ক্রিকেটারদের প্রস্তুতি নেয়ার সুযোগ থাকছে।
১ম ওয়ানডে- ১৩ মার্চ ২০২১- ডানেডিন (ভোর ৪টা)
২য় ওয়ানডে- ১৭ই মার্চ ২০২১- ক্রাইষ্টচার্চ- (সকাল ৭টা)
৩য় ওয়ানডে- ২০ মার্চ ২০২১- ওয়েলিংটন- (ভোর ৪টা)
১ম টি-টোয়েন্টি- ২৩ মার্চ ২০২১- নেপিয়ার- (দুপুর ১২টা)
২য় টি-টোয়েন্টি- ২৬ মার্চ ২০২১- অকল্যান্ড- (দুপুর ১২টা)
৩য় টি-টোয়েন্টি- ২৮ মার্চ ২০২১- হ্যামিল্টন- (সকাল ৭টা)
Development by: webnewsdesign.com