রপ্তানি প্রবৃদ্ধির নেতিবাচক অবস্থান আট মাসেও কাটিয়ে ওঠেনি। অর্থবছরের প্রথম আট মাসে বিশ্ববাজারে ২ হাজার ৬২৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আর ইপিবির হিসাবে, এ সময় রপ্তানি আয় কমেছে ৪ দশমিক সাত নয় শতাংশ।
এক বছরের ব্যবধানে ১৩২ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রপ্তানি কম হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ২ হাজার ১৮৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক পাঁচ তিন শতাংশ কম।
তবে এ সময়ে বেড়েছে পাট ও পাটজাত পণ্য রপ্তানি। আর আট মাসে ৬৯ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক চার ছয় শতাংশ বেশি। তবে গত অর্থবছরে রপ্তানি হয়েছিল ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য।
চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৫৫০ কোটি ডলার। তবে প্রথম আট মাস শেষে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি পিছিয়ে আছে ১২ দশমিক সাত দুই শতাংশ।
Development by: webnewsdesign.com