ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ৫৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি দুই হাজার ৭০৭ বারে ২৪ লাখ ৪ হাজার ২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৬ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৮৮ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ৮৯ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ২৫ বারে ১৪ লাখ ৪১ হাজার টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের ১ টাকা ৫০ পয়সা বা ৪.৬৬ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মুন্নু জুট স্ট্যাফলার্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
অর্থকাল/এসএ/খান
Development by: webnewsdesign.com