সাকিব আল হাসান। যাকে আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। সাকিব মানেই নতুন নতুন চমক। খেলার মাঠ কিংবা মাঠের বাহিরে সাকিব বরাবর আলোচনায় থাকেন তার ভিন্নতা নিয়ে। তেমনি বছরের শুরুর দিনটাও ভিন্ন ভাবে চমকে দিলেন তিনি। বছরের প্রথমদিনই ভক্ত-সমর্থকদের দিয়েছেন এক সুখবর।
তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
ফেসবুকে ছবিটি পোস্ট করার মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। মাত্র ১ ঘন্টায় ২ লাখ ১৯ হাজার মানুষ রিয়্যাক্ট দিয়েছেন ছবিটিতে, কমেন্ট করেছেন ২১ হাজারের বেশি মানুষ। এছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন প্রায় ৪ হাজারের বেশি মানুষ।
উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুটি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।
Development by: webnewsdesign.com