রক্তের মূল্য
প্রিয়াংকা খান
রক্ত দিয়ে কিনেছি বাংলা
রক্ত দিয়ে ভাষা,
রক্ত দিয়ে রচিবো ভূমি
রক্তের মাঝে আশা।
রক্ত দিয়ে ফোটাবো ফুল
সাহসী সন্তান,
রক্ত দিয়ে ভেজাবো মাটি
পাহাড় হবে সমান।
রক্ত দিয়ে প্রতিশ্রুতি
উন্নত হবে দেশ,
রক্ত দিয়ে লিখবো নাম
মুক্ত বাংলাদেশ।
রক্ত দিয়ে কিনেছি বাংলা
সবার প্রতি প্রনাম,
রক্ত রক্ত রক্ত আজ
রক্তের অনেক দাম।
উত্তরা, ঢাকা
Development by: webnewsdesign.com