স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদানে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
গত (১১ মার্চ) দুপুরে তেজগাঁও কলেজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ এবং সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশেষ ক্যাম্পেইনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজের মতো বুস্টারেও জোর দেওয়া হবে।
টিকা কিনতে ও টিকাদানে সরকারের ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলেও জানান মন্ত্রী।
করোনা পরিস্থিতি এখন অনেকটা স্বস্তিদায়ক মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকে আমরা শূন্যের কোটায় নামাতে চাই। সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে।
Development by: webnewsdesign.com