বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক এলসি খোলার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ শনিবার (২৩ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমোদনের জন্য এক সপ্তাহের মধ্যে ঋণপত্র (এলসি) খোলার বাধ্যবাধকতা ছিল। তা বাড়ানোর ফলে এখন ববরাদ্দকৃত প্রতিষ্ঠান ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে।’
সম্প্রতি চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে নতুন করে ৯১ হাজার টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ৬৩ প্রতিষ্ঠান পায় এই অনুমোদন।
এ নিয়ে বেসরকারি খাতে ১০ লাখ ১৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বেসরকারিভাবে চাল আমদানি অব্যাহত রাখা হবে।
Development by: webnewsdesign.com