২৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বৈদ্যশাসন গ্রামে একতা যুব সংঘের কার্যালয়ে সংগঠনের নতুন কমিঠি গঠনের লক্ষে ক্লাবের উপদেষ্ঠা মোঃ ফরমান আলী’র সভাপতিত্বে ও খালেদুর রহমান এর পরিচালনায় সংগঠনের সকল সদস্যের উপস্হিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভাপতি-জুবায়ের আহমেদ(জুবেদ)
সহ-সভাপতি-মো ইসরাফ মিয়া
সহ-সভাপতি-মো খালেদুর রহমান
সাধারণ সম্পাদক-সাফুজ আহমেদ(মাফিক)
সহ-সম্পাদক-আব্বাছ আলী
সাংগঠনিক সম্পাদক-হাবিবুর রহমান(দুলাল)
সহ-সাংগঠনিক সম্পাদক-সৈয়দ নৌশাদ
কোষাধ্যক্ষ-ইলিয়াস আহমেদ
প্রচার সম্পাদক-অনন্ত দেব নাথ
সহ-প্রচার সম্পাদক-মিলন ভৌমিক
ক্রীড়া সম্পাদক-জাহাঙ্গীর হোসেন
সহ-ক্রীড়া সম্পাদক-তোফায়েল খাঁন
সদস্য(১) মো:রেনু মিয়া (২) আব্দুল লতিফ-কে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিঠি গঠন করা হয়।
Development by: webnewsdesign.com