‘প্রতিদান নয় কৃতজ্ঞতা’
একটি দুটি কথার পাতা ফেলো যখন আমার দুঃসময়ের নদীতে
তীরে উঠি পাতা বেয়ে সেই পিঁপড়ের মত
আর অপেক্ষায় থাকি কখনো দেখা পাবার
পাহারা দিই ছায়া হয়ে কেউ তীর ধনুক তাক করে কীনা
ভালোবাসার ওই বুক শিকার করার আশায়।
‘চোখ’
চোখের চামচে কখনো দেখিনি মেপে কতটুকু জল ধরে আর
কতটুকু বেশি হলে তা উপচে পড়ে ।
‘বেদনার নাম’
বেদনার পরিমাণ বুঝি
আমার সমান অথবা বেদনা আমার জমজ ?
যদি আর্কিমিডিসের সূত্র মানো তবে
দেখ হিসেব মিলিয়ে – আমার সমান
সুখ চলে গেছে পৃথিবীর বাইরে
আমি নেই হলে বেদনা থাকেনা
এই সৌরমন্ডলের বেদনার নাম আমার নামে।
‘একি রঙ্গ’
বাতাসে বাতাসে কত বার ভেসে আসো
ধরতে পারিনা শুধু চেয়ে চেয়ে দেখি
তোমাকে পাবার ইচ্ছে ছিল খুব কাছে
হাতের মুঠোয় দুটো হাত বিশ্বাসের
অথবা মমতা জাদু আর মায়া মাখা
চোখের চাউনি যাকে পেতে চাই মন
বিছিয়ে আমার দুই চোখের পাতায়
গরম নিশ্বাসে পুড়ে যাবে শূন্য বুক
পুড়তে পুড়তে হবে শীতল আবার
পূর্ণ থেকে শূন্য পরিপূর্ণ বার বার
হয়না পাওয়া একি নিয়মের জাল
বলতে চেয়েও কিছু বলতে পারিনা
পাইনা তোমাকে এই দেখাদেখি ছাড়া।
অর্থকাল/১০/০৬/২০১৮
Development by: webnewsdesign.com