করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ডিএ নাসির (৭২) মারা গেছেন। রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডিএ নাসিরের ছোট ভাই ডিএ তায়েব বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএ নাসির সহকারী পুলিশ সুপার ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। বাদ মাগরিব কাটরা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।
এক মাস আগে করোনা শনাক্ত হলে নাসিরকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ দিন আগে তার করোনা নেগেটিভ আসে। তবে শ্বাসকষ্ট থাকায় তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেননি। রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। – যুগান্তর
Development by: webnewsdesign.com