অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভ্ক্তু ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে লিবরা ইনফিউশন্সের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবসের অস্বাভাবিকহারে বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ২৮ জুন এ শেয়ারের দর ছিলো ৪৯৩.৪০ টাকা। আর ৫ জুন এ শেয়ারের লেনদেন হয়েছে ৫৮৭.২০ টাকায়। এ সময়ে লিবরা ইনফিউশন্সের শেয়ার দর বেড়েছে ৯৩.৮০ টাকা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।
অর্থকাল/এসএ/খান
Development by: webnewsdesign.com