ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে রয়েছে বার্জার পেইন্টস লিমিটেড। আজ কোম্পানিটি ৩৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩ হাজার ৫২৪ বারে ১ লাখ ৪৮ হাজার ১৯১টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ কোম্পানিটির ৬ হাজার ৪৪২ বারে ৫২ লাখ ১৮ হাজার ১৯৩টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৮ কোটি ৪১ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার এক হাজার ২৮৫ বারে ১৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিএসআরএম স্টিল, লিগ্যাসি ফুটওয়্যার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল ও সায়হাম টেক্সটাইল লিমিটেড।
অর্থকাল/এসএ/খান
Development by: webnewsdesign.com