লোকসান পিছু ছাড়েনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের। এ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান আগের বছরের তুলনায় কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ০.১৮ টাকা। এর আগের বছর একই সময়ে ছিল ০.১৫ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান বেড়েছে ০.০৩ টাকা ২০ শতাংশ।
এদিকে অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন’১৮) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৩১ টাকা। এর আগের বছর একই সময়ে ছিল ০.২৭ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান বেড়েছে ০.০৪ টাকা ১৪.৮১ শতাংশ।
এছাড়া ৬ মাসে শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ০.৩৭ টাকা ঋণাতœক। আর শেয়ার প্রতি দায় হয়েছে ১৬.০৫ টাকা।
অর্থকাল/এসএ/খান
Development by: webnewsdesign.com