আজ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওসমান ও ইমন। অপরজনের নাম জানাযায়নি।লঞ্চের সঙ্গে ট্রলারের ধাক্কার ঘটনার পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, রবিবার রাত ৯টায় নোঙর করা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে যাত্রীবাহী ট্রলারের ছাদ থেকে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন। বিষয়টি সোমবার জানাজানি হলে ডুবুরি দিয়ে তল্লাশি করেও কাউকে পাওয়া যায়নি। এর মধ্যে তিনজনের লাশ নদীতে ভেসে ওঠে।
Development by: webnewsdesign.com