স্বাস্থ্য ভাল রাখতে যে নিয়মিত ফল খাওয়া প্রয়োজন তা তো জানি। সব ফলেরই রয়েছে প্রচুর গুণাগুণ। তবে বেশ কিছু ফল রয়েছে যা সহজে যেমন পাওয়া যায়, তেমনই ছোটখাট সমস্যার জন্য দৈনন্দিন ডায়েটে রাখলে উপকারও পাওয়া যায়। জেনে নিন এমনই কিছু ফলের কথা যা ত্বক ভাল রাখার জন্য জরুরি।
লেবু: ভিটামিন সি থাকায় ন্যাচালার ব্লিচ হিসেবে কাজ করে লেবু। ত্বকের দাগ, ছোপ দূর করে।
কমলা লেবু: প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে কমলা লেবুতে। যা ত্বক সুস্থ রাখে ও বয়সের ছাপ পড়তে দেয় না।
আপেল: প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার কারণে টিস্যুর ক্ষয় রুখতে সাহায্য করে আপেল।
কলা: ভিটামি এ, ই থাকার কারণে বয়স ধরে রাখতে সাহায্য করে কলা।
পেঁপে: প্যাপাইন এনজাইম থাকার কারণে ত্বকের মড়া কোষ দূর করতে সাহায্য করে পেঁপে।
স্ট্রেবেরি: ভিটামিন সি ভরপুর হওয়ার কারণে স্ট্রবেরি ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।
Development by: webnewsdesign.com