মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও শ্রীমঙ্গল থানা পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন।
কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক।
Development by: webnewsdesign.com