শ্রীমঙ্গল উপজেলার জননন্দিত চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রনধীর কুমার দেব গতকাল দুপুরের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। শরীরে দুর্বলতা ও বুকে জমে থাকা কফের সমস্যা রয়েছে বলে ডাক্তাররা জানান।
শ্রীমঙ্গলে স্থানীয় একটি ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হলে তিনি কিছুটা সুস্থ্যবোধ করেন। এমনিতে তাঁর অন্যকোন জটিলতা প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
পারিবারিক সুত্রে জানা যায়, ঝুঁকি না নিয়ে উন্নত চিকিৎসার জন্য আজ সকাল ৯ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভাড়া করা এয়ার আ্যম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তাঁর কনিষ্ট পুত্র উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক রাজু দেব রিটন জানান, ঢাকায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে ভর্তি করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট ক্লিনিকসুত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যানের অসুস্থতার খবর চাউর হওয়ার পর থেকেই তাকে দেখার জন্য দুপুর থেকে মধ্যরাত অবধি নেতা -কর্মী, শুভানুধ্যায়ীরা ক্লিনিকে ভিড় করেন। তিনি সবার সাথেই কথাবার্তা বলেন সন্ধ্যার পর থেকে এবং দুয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
Development by: webnewsdesign.com