চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসাসামগ্রী দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।
বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন সংগঠনটির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. শহীদুল ইসলাম চৌধুরী ও পরিচালক মোহাম্মদ ইকবাল পারভেজ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. শামীম আহসান এসব ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী গ্রহণ করেন। এ সময় হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত, সহকারী পরিচালক, মো. হুমায়ুন কবিরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com