একটি সুন্দর সকালের প্রত্যাশায়
এখনো অপেক্ষায় আছি…
পাতা ঝরা শীতের সকালের
হেমন্তের পিঠাপুলির ঘ্রাণ সকালের
কিংবা কোন এক কুমারী বাসন্তী সকালের…
যদি কখনো আসে আমার মাঝে ফিরে সেই সোনালী সকাল
কতো আশা এই ক্ষুদ্র মনে চাই একবার আসুক সে সকাল…
তখন আর আমি অলসতা করবো না,
আর ভ্রু ভাজ করে তোমার দিকে তাকাবোনা,
বরং আমি গরম চা এনে তোমার ঘুম ভাঙাবো…
না উঠতে চাইলে হাত ধরে টেনে তুলবো
তোমার অমল মুখের উপর পানি ছিটাবো
তোমার ঠোঁটে উঞ্চতা দিয়ে জাগাবো,
কানে কানে গুন গুন করে গান শুনাবো…
আমি চাই সেই সোনালী সকাল
ফিরে ফিরে আসুক বার বার
অন্তত আরো একটি বার
বলো দেবে আমায়, দেবে এনে সে সকাল!
Development by: webnewsdesign.com