কূটনীতিক, চিকিৎসক এবং তাদের পরিবারসহ দেশটির নাগরিক নন এমন ২০ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর ইউএনবির।
নিষেধাজ্ঞার আওতায় ২০ দেশ হলো- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান।
তবে যে ২০ দেশ থেকে সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো থেকে আসা সৌদি নাগরিক, কূটনীতিক, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা অথবা যারা সৌদিতে ফিরে আসার আগের ১৪ দিনের মধ্যে সেই দেশগুলোর যেকোনো একটিতে গেছেন তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরোপিত সতর্কতামূলক পদক্ষেপ মেনে দেশটিতে প্রবেশ করতে পারবে।
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে পূর্ব সতর্কতা হিসেবে নেওয়া এ সিদ্ধান্ত সৌদি আরবের স্থানীয় সময় বুধবার রাত ৯টা থেকে কার্যকর হবে।
Development by: webnewsdesign.com