মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী( তক্ষকসহ) মো. সোহেল জয় (৪০) পিতা মো. জাহাঙ্গীর হোসেন কালু, নামের একজন পাচারকারীকে আটক করেছে র্যাব-৯,
আটককৃত সোহেলের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাড়ইখালী এলাকায়।
গতকাল রাত ১ টায় র্যাব -৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অভিযানে শ্রীমঙ্গল থানাধীন ভুমি অফিসের সামনে থেকে তক্ষক নামক বন্য প্রানীসহ তাকে আটক করা হয়
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ভুমি অফিসের সামনে হতে তক্ষক নামক বিরল প্রজাপতির বন্য প্রানীসহ ধৃত অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে।
উল্লেখিত ঘটনায় র্যাব বাদী হয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত
আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
Development by: webnewsdesign.com