ব্রেকিং

x

করোনার প্রভাব আমাদের অর্থনীতিতেও পড়েছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ | ১২:১৩ অপরাহ্ণ |

করোনার প্রভাব আমাদের অর্থনীতিতেও পড়েছে: প্রধানমন্ত্রী
ছবি-অর্থকাল

বিশ্বের করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অর্থনীতিতে একটা গতিশীলতা এনেছিলাম। তবে এটা ঠিক যে করোনার কারণে এতে প্রভাব পড়েছে। অর্থনৈতিক গতিশীলতা থেমে আছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে সংক্ষেপে বাংলাদেশের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী প্রলয় সৃষ্টি করেছে। এ ভাইরাসের কারণে সবকিছু স্থবির হয়ে আছে। ফলে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।পড়াটা স্বাভাবিক। এটা প্রতিনয়ত বাড়ছে।

তিনি বলেন, আমরা শুরু থেকে চেষ্টা করেছি যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। অন্যান্য দেশ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এটা আমরা কাজে লাগাবো। বিভিন্ন গবেষণা বা লেখালেখিতে দেখেছি এপ্রিল মাসে আমাদের দেশে একটা বড় ধাক্কা আসতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে এবং এমনভাবে চলতে হবে যেন এর প্রভাবে মানুষের ক্ষতি কম হয়।

Development by: webnewsdesign.com