ব্রেকিং

x

শ্রীমঙ্গলে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ |

শ্রীমঙ্গলে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪জুন)সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামের হল রূমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের উপস্থিতে ১৬টি গ্রুপে ভাগ করে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মৌলভীবাজারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হাবীব তৌহিদ ইমাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার।
এছাড়া আরো বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্ত্তী,ভূনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সহ নয়টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, শিক্ষিত জাতি ছাড়া দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয় তাই শিক্ষিত জাতি গড়তে হলে সর্বপ্রথম আমাদের মাদকমুক্ত সমাজ বা দেশ গড়তে হবে। তিনি সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার ও ইউপি সদস্য বৃন্দ।

Development by: webnewsdesign.com