ব্রেকিং

x

শহিদদের স্মরণে ভিন্ন আয়োজন কুবি বন্ধুসভার

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:২৫ অপরাহ্ণ |

শহিদদের স্মরণে ভিন্ন আয়োজন কুবি বন্ধুসভার
সংগৃহীত ছবি

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ‘শহিদদের স্মরণ করি বাংলা বর্ণমালায়’ শীর্ষক ব্যানারে অনুভূতি লিখনের আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বাংলা বর্ণমালায় ব্যানারে অনুভূতি লিখে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা।

এ সময় অনুভূতি প্রকাশ করে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আমরা যেন এই অনুষ্ঠানের পরই ভাষা চর্চাকে ছেড়ে না দেই। আমরা বাংলাকে সবসময়ই যেন চর্চার মধ্যে রাখি। আর সবার মাঝে বাংলা ভাষাকে ছড়িয়ে দেই।

অনুষ্ঠান আয়োজন নিয়ে কুবি বন্ধুসভার সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, আমাদের এ আয়োজনের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় (বাংলা/আঞ্চলিক) সবাই যেন নিজের মতো করে অনুভূতি প্রকাশ করতে পারে। এছাড়া সবাই যেন বাংলাকে সার্বক্ষণিক চর্চার মধ্যে রাখে। ভাষা শহিদদের স্মরণ করে আমরা এ আয়োজন করেছি। ব্যানারে অনুভূতি লিখন এখন বন্ধুসভার সিগনেচার আয়োজন। আমরা প্রতিবছরই এই আয়োজন করবো।

উল্লেখ্য, বাংলা ভাষাকে সর্বোপরি চর্চা ও ভাষা শহিদদের প্রতি অনুভূতি প্রকাশের জন্য প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয় গত দুইবছর যাবৎ এ ব্যানার লিখন অনুষ্ঠানটি আয়োজন করে আসছে।

Development by: webnewsdesign.com