ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার বিরুদ্ধে ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনের অবহেলা নিয়ে অভিযোগ করেন প্রযোজক রহমত উল্লাহ। তিনি ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক।
বুধবার (১৫ মার্চ) বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে এই অভিযোগ করেন। এরপরই এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বিনোদনপাড়ায়।
এ অবস্থায় বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে এক টেবিলে বসলেন শাকিব খান এবং অভিযোগকারী প্রযোজক রহমত উল্লাহ। এর উদ্যোগ নেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তবে এক টেবিলে বসলেও বিষয়টি নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে।
খোরশেদ আলম খসরু বলেন, সমাধানের লক্ষ্যে আজ আমরা বসেছি। সমাধানের পথ অনেক দূর এগিয়েছে। কাল আবার বসবো। কাল বসলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
অভিযোগপত্র অনুযায়ী, ২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান শাকিব খান। সেই সিনেমার শুটিং চলাকালীন শাকিব খানের নানা কর্মকাণ্ড নিয়ে এই প্রযোজক অভিযোগ করেন। যেখানে এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয় শাকিব খানের বিরুদ্ধে।
Development by: webnewsdesign.com