যুক্তরাষ্ট্রের কেনটাকিতে নিয়মিত প্রশিক্ষণের সময় মার্কিন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সেনাবাহিনীর ফোর্ট ক্যাম্পবেল রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারে কতজন ছিলেন এবং তাদের অবস্থা কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্বে কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটেছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা গেছে, ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা অবস্থান করেন।
Development by: webnewsdesign.com