বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনের উদ্দেশ্যে প্রতিভাবান উদ্ভাবকদের উৎসাহিতকরণ ও সহায়তা প্রদানের লক্ষ্যে গত ১৪ ও ১৫ ই মে সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠিত হয়ে গেল ২দিন ব্যাপী “সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা -২০১৮”। সিলেট বিভাগীয় কমিশনার এর আয়োজনে ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ শ্লোগানে অনুষ্ঠিত এই মেলায় মৌলভীবাজার জেলা সদরের স্বনামধন্য শাহ্ হেলাল উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব লাভ করে। উক্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও প্রকল্প দলনেতা এস এম গোলাম কিবরিয়া একুশ শতকের চ্যালেন্জ মোকাবেলায় সময়োপযোগী একটি ‘মাল্টি ড্রোন’ উদ্ভাবন করেন। যেটি রিমোট নিয়ন্ত্রণ এর মাধ্যমে আকাশে চলার পাশাপাশি ভিডিও বার্তা প্রেরণ ও আগ্নেয়াস্ত্র সনাক্তকরণ এবং হালকা সন্দেহজনক বস্তু বহনেও সক্ষম এই ‘মাল্টি ড্রোন’। তার সহযোগী হিসেবে বিদ্যালয়ের দশম শ্রেণীর সহপাঠী আব্দুল্লাহ আদনান ও প্রকল্প উপস্থাপনে ফারজানা আক্তার মিতু মূখ্য ভূমিকা পালন করে। এই তিন মেধাবী ক্ষুদে বিজ্ঞানীর সাফল্যের নেপথ্যে মূলত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল মতিন খান, বিজ্ঞান শিক্ষক হারুনুর রশীদ ও সহকারী শিক্ষক আশরাফুল আলম শিপন এর নিরলস প্রচেষ্টাই তাদেরকে উপজেলা থেকে জেলায় প্রতিযোগীতামূলকভাবে স্থান দখল এবং জেলায় তুখোঁড় মেধাবী ক্ষুদে বিজ্ঞানীদের সাথে উদ্ভাবনী ক্ষমতার লড়াই করে বিভাগীয় পর্যায়ে আসার সাহস ও প্রেরণা যোগায়। এক্ষেত্রে বিদ্যালয় ম্যানেজিং কমিঠিরও উৎসাহ ও সহযোগীতার কোন কমতি ছিলনা। এছাড়াও বিদ্যালয়টির এই বিজ্ঞান প্রকল্পের মান উন্নয়ন ও উদ্ভাবকদের দিক নির্দেশনামূলক সহযোগীতা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহনেওয়াজ চৌধুরী সুমন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রম এরকম একটি সময়োপযোগী বিজ্ঞান প্রজেক্ট নিয়ে শাহ্ হেলাল উচ্চ বিদ্যালয় কে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ও সম্মান লাভের পথ সুগম করে দেয়। ইতিমধ্যে বিদ্যালয়ের অভিবাবক ও শুভাকাংঙ্খীঁদের অনেকেই বিদ্যালয় প্রধান ও ক্ষুদে বিজ্ঞানীদের অভিনন্দন জানান। বিদ্যালয় প্রধান শিক্ষক ও ক্ষুদে বিজ্ঞানীরাও এই ‘মাল্টি ড্রোন’কে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পূর্বে আরো স্মার্ট প্রযুক্তিতে রুপান্তরের আশ্বাস দেন এবং সবার দোয়া ও সহয়োগীতা কামনা করেন। উল্লেখ্য গত ১৪ই মে সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এ সকাল ১০:৩০ মিনিটে “সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা -২০১৮” এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র এবং সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মৃনাল কান্তি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত “সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা -২০১৮” এর বিজ্ঞান মেলায় আরো বক্তব্য রাখেন সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মান্নান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক জনাব জাহাঙ্গীর কবীর আহমদ।
Development by: webnewsdesign.com