ব্রেকিং

x

শ্রীমঙ্গলে সীমিত পরিসরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ | ২:১৫ অপরাহ্ণ |

শ্রীমঙ্গলে সীমিত পরিসরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,
ছবিঃ প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমিত পরিসরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে উদীচী শ্রীমঙ্গল শাখার আয়োজনে এবং উদীচীর নাট্য সম্পাদক অপরাজিতা দেব মমির সঞ্চালনায় অনুষ্ঠানে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, উদীচী জেলা সংসদের সভাপতি এডভোকেট মিজানুর রহমান, উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীল কান্ত দেব, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় বিষু, উদীচী সহ-সভাপতি ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি ও অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সন্ধানী শিল্পীগোষ্টীর সভাপতি দেবব্রত দত্ত প্রমূখ।

বক্তারা বলেন সমাজ থেকে কুসংস্কারকে দূর করতে হলে এবং আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হলে সুস্থ সাংস্কৃতিক চর্চা প্রয়োজন সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজের কুসংস্কার এবং কুদৃষ্টি ভঙ্গি পরিবর্তন হবে তাই এই সাংস্কৃতিক চর্চা কে আরো বেগবান করতে হবে করুনা ভাইরাসের কারণে সাংস্কৃতিক চর্চায় যে ব্যাঘাত ঘটেছে তা ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে আমাদেরকে,
অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন,শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কোষাধ্যক্ষ সুমন বৈদ্য, উদীচীর সাংস্কৃতিক সম্পাদক মলয় দত্ত, কৃষ্ণা সুত্রধর, শেলী সুত্রধর, মঞ্জুশ্রী জয়া, সুদিপ্তা চক্রবর্তী পূজা, কুমার শ্যাম, মৃণাল কান্তি দেব, অলক পাল, মনিষ চক্রবর্তী, অমিত দেব, গোপাল চন্দ্র দাশ, প্রণবেশ চোধুরী অন্তু, ঝুমা আক্তারসহ প্রমূখ।

Development by: webnewsdesign.com