ব্রেকিং

x

জার্মানির বিপক্ষে সেই ম্যাচ খেললে কিছুই বদলাবেন না স্কলারি

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ৬:৪৬ অপরাহ্ণ |

জার্মানির বিপক্ষে সেই ম্যাচ খেললে কিছুই বদলাবেন না স্কলারি
সংগৃহীত ছবি

অতীতের এ এক ভয়ঙ্কর রোগ। সুযোগ পেলেই মাথা চাড়া দিয়ে ওঠে। হোক তা কষ্টের কিংবা সুখের। বিশ্বকাপ আসলে যেমন ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ জয়ের গল্প ফিরে ফিরে আসে। তেমনি ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের ব্যথাও ফিরে আসে হুটহাট।

যে লুইস ফিলিপে স্কলারি ২০০২ বিশ্বকাপে ব্রাজিলকে পঞ্চম শিরোপো জিতিয়েছিলেন। সেই স্কলারি ‘অপদস্ত’ হয়েছেন আট বছর আগে। আবার যদি জার্মানির বিপক্ষে ওই ম্যাচ খেলার সুযোগ পান তাহলে কী ভুল শুধরানোর চেষ্টা করবেন স্কলারি? সম্প্রতি কোচিং থেকে অবসরে যাওয়া এই কোচ জবাবে বলেছেন, কিছুই বদলাবেন না!

নতুন বই ‘হাউ টু উইন ওয়ার্ল্ড কাপ: সিক্রেট এন্ড ইনসাইটস’-এ স্কলারি বলেছেন, ‘ট্যাকটিকস নিয়ে আমরা যে কাজ করেছিলাম এবং জানাবোঝা করেছিলাম তার প্রেক্ষিতে আমি যদি আবার ওই ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে কিছুই বদলাবো না। কারণ আমরা সকলেই জানি ওমন ম্যাচ একশ’তে একটা দেখা যায়, এক হাজারে একটাও বলা যেতে পারে। সুতরাং জার্মানির দল নিয়ে আমরা যে তথ্য জোগাড় করেছিলাম, তার প্রেক্ষিতে দেখলে একই কাজ করতাম।’

স্কলারির মতে, স্বাগতিক হওয়ায় ব্রাজিলের ওপর প্রচণ্ড চাপ ছিল। জার্মানি ম্যাচের আগে ইনজুরিতে নেইমার ছিটকে গিয়েছিলেন। ওদিকে বিশ্বকাপ জিততেই হবে, এমন চাপে ও ভয়ে তার খেলোয়াড়রা ভীত হয়ে পড়েছিল। যেটা প্রথমার্ধে ছয় মিনিটের ব্যবধানে চার গোল খাওয়ায় প্রকট হয়ে উঠেছিল।

স্কলারি বলেন, ‘ব্রাজিলিয়ানদের কাছে চ্যাম্পিয়ন ভিন্ন কোন কথা নেই। দ্বিতীয় হলেও ব্যর্থ হিসেবে দেখা হবে। ২০০২ বিশ্বকাপ এবং ২০১৪ বিশ্বকাপে শিরোপা জয়ের প্রত্যাশার মধ্যে পার্থক্য ছিল। ২০০২ আসরে আমাদের জয়ের ভালো সম্ভাবনা ছিল। কিন্তু ২০১৪ আসরে আমাদের বিশ্বকাপ জিততেই হবে এমন একটা চাপ ছিল। কোচ ও খেলোয়াড়দের মাথার ওপর ঝুলে থাকা ওই চাপ খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল।’

২০০২ বিশ্বকাপ জয় নিয়ে স্কলারি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে হয়েছিল। কিছু কাজ করতে হয়েছিল যাতে তারা আমার ওপর আস্থা পেয়েছিল, আমিও খেলোয়াড়দের ওপর বিশ্বাস পেয়েছিলাম। সকলের কাছেই “স্কলারি ফ্যামিলি” পরিচয় পেয়েছিল। রোনালদোদের কোনভাবেই ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে হারের স্মৃতি সামনে আসতে দেইনি। এমন একটা ভাব ছিল যে, আমরা ওটা ভুলেই গেছি।’

Development by: webnewsdesign.com