ব্রেকিং

x

ভিএআরে গোল বাতিল ইরানের, গোলশূন্য প্রথমার্ধ

শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ | ৫:২৯ অপরাহ্ণ |

ভিএআরে গোল বাতিল ইরানের, গোলশূন্য প্রথমার্ধ
সংগৃহীত ছবি

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে খেলছে ওয়েলস। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যে।

দুই দলের জন্যই আজ বাঁচামরার লড়াই। ইরান তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ৬-২ গোলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ওয়েলস।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণ চালায় ওয়েলস। দ্বাদশ মিনিটে কনর রবার্টসের ক্রসে কিফার মুরের শট ঠেকিয়ে দেন ইরানের গোলরক্ষক।

১৭ মিনিটের মাথায় ইরানের স্ট্রাইকার গোলিজাদে গোল করলেও ভিএআরে গোলটি অফসাইড প্রমাণিত হওয়ায় তা বাতিল হয়ে যায়। এরপর সাবধান হয়ে যায় ওয়েলস। রক্ষণেও একটু মনোযোগ বাড়ায়। আগের ম্যাচে ৬ গোল খাওয়ায় স্বাভাবিকভাবেই ইরান ছিল সাবধানী।

যোগ করা সময়ে এগিয়েও যেতে পারত তারা। আহমাদ নুরুল্লাহির দারুণ ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি আজমাউন। হাতছাড়া হয়ে যায় দারুণ একটি সুযোগ।

Development by: webnewsdesign.com