ঢাকার দ্বিতীয় পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন সিলেটে। আগামীকাল থেকে শুরু হবে সিলেট পর্ব। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বমোট ৮টি ম্যাচ হবে বিপিএলের।
এদিকে সিলেট পর্বে আগামীকালের ম্যাচ দেখতে আজ সকাল থেকেই টিকিটের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনের টিকেট কাউন্টারে এবং সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট কাউন্টারের ৬টি বুথে টিকিট বিক্রির সময় এ লাইন দেখা যায়। এক ঘন্টার মধ্যে ২০০ টাকা ও ৩০০ টাকার টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছেন দর্শকরা। শুক্রবার রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ হওয়ার টিকিটের চাহিদাও ছিল বেশি।
অভিযোগ উঠেছে কালোবাজারে টিকিট বিক্রিরও। জেলা স্টেডিয়াম থেকে ২১টি টিকিটসহ তিন যুবককে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। তাদেরকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট পর্বের ম্যাচগুলো সর্বনিম্ন ২০০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়া, ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারি, এ ছাড়া ৫০০ টাকায় ক্লাব হাউজের ও ১৫০০ টাকার বিনিময়ে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবে ক্রিকেট ভক্তরা।
দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বাসিন্দা রাহনুর হোসেন জানান, শুক্রবারের কোনো টিকিট তিনি ক্রয় করতে পারেন নি। বাধ্য হয়ে পরের দিনের ম্যাচের টিকেট কিনেছেন। এ ব্যাপারে স্টেডিয়ামে টিকিট বিক্রি বুথের ইনচার্জ কামাল পাশা জানিয়েছেন, দেড় ঘন্টার মাথায় সর্বনিম্ন মূল্যের টিকিট শেষ হয়ে যায়। টিকিটের সংকট থাকবে না ও আগামীকালও একই সময়ে টিকিট বিক্রি হবে। কালোবাজারে কোনো টিকিট বিক্রি হয়নি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি। তবে বিসিবি’র মিডিয়া উইং কর্মকর্তা ফরহাদ কোরেশী গণমাধ্যমকে জানিয়েছেন, টিকিট বিক্রি করছে বিসিবির নিয়োজিত একটি প্রতিষ্ঠান। কালোবাজারে টিকিট বিক্রি বা সংকটের বিষয়ে খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
Development by: webnewsdesign.com