ব্রেকিং

x

পানি সংকট, ৯ ঘণ্টায়ও নেভেনি সীতাকুণ্ডের আগুন

শনিবার, ১১ মার্চ ২০২৩ | ৯:৩৯ অপরাহ্ণ |

পানি সংকট, ৯ ঘণ্টায়ও নেভেনি সীতাকুণ্ডের আগুন
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গোডাউনে লাগা আগুন দীর্ঘ ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট জোর চেষ্টা চালালেও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। কখন আগুন নিয়ন্ত্রণে আসতে পারে সেটিও নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট কুমিরা নেমসন ডিপোর পাশে এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স গ্রুপের ভাড়ায় নেওয়া একটি তুলার গোডাউনে এ আগুনের সূত্রপাত হয়। এ দুর্ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানায়, সপ্তাহখানেক ধরে এসএল গ্রুপের গোডাউনটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের আগুনের স্ফূলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন ডিসি আবুল বাশার মো. ফখরুজ্জামান।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানিয়েছেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

Development by: webnewsdesign.com