ব্রেকিং

x

সায়েন্সল্যাবে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | ৯:৫১ অপরাহ্ণ |

সায়েন্সল্যাবে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম জহুর আলী (৫৬)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো পাঁচজনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, জহুর আলীর শরীরের ৪৪ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে ৫ মার্চ সকালে সায়েন্সল্যাবে তিনতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ওই ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ভবনটির তিনতলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এমনই ছিল যে, পাশের একটি ১৪ তলা আবাসিক ভবন কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

Development by: webnewsdesign.com