ব্রেকিং

x

সালাম মাহমুদ-এর কবতিা

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ১২:৫৫ অপরাহ্ণ |

সালাম মাহমুদ-এর কবতিা

চিঠিগুলো
সালাম মাহমুদ

চিঠিগুলোর কথা কখনো ভুলতে পারিনি, সুঘ্রাণযুক্ত চিঠি
প্রতিনিয়ত আমাকে বিমোহিত করে তুলে
হৃদয়ের মাধুরি মিশিয়ে কত আদর মাখা শব্দ
কত বাহারি রং মিশে থাকতো চিঠিগুলোর শরীর জুড়ে

সকালে-বিকালে হাতে-হাতে চিঠি আসতো
লালখাম- চিঠির সাথে সন্দেশ থাকতো, পিঠা থাকতো
পরবর্তী চিঠির সাথে কোন্ পিঠা থাকবে, তাও লিখা থাকতো
চিঠির কিন্তু দ্রুত উত্তর চাই, নইলে নীরব অভিমান

যতœ করে চিঠিগুলো গোপন স্থানে রাখা হতো
চিঠি পড়ে হৃদয় জুড়ে অজানা কত অনুভূতি জাগত
চোখের সামনে রঙিন স্বপ্ন শুধু ভাসতে থাকতো

গভীর নিস্তব্ধ রাত, নীরবে বসে চিঠি লিখা হতো
চিঠি লিখতে কখনো চোখের জলে কাগজ ভিজে যেতো
মানুষটাকে খুশি করতে কত শব্দ খোঁজা হতো অভিধানে

স্মৃতিগুলো এখন খুব বেশি মনে পড়ে
একটু অন্ধকার হলে সবুজ সংক্ষেত পড়তো
এই বুঝি চিঠি আসার সময় হলো
প্রাণের ভেতর উৎসব মুখর আনন্দ, নতুন চিঠি পাব
চিঠির মাঝে নতুন কী- যে থাকবে!

সময়, হায় রে সময়!
এখন তুমি কোথায় গেলে, কোনদিকে তোমাকে পাব
তোমার বুকে স্মৃতি নিয়ে কবে আবার ঘুমোতে যাব।

 

 

 

Development by: webnewsdesign.com